কাতারের নতুন প্রধানমন্ত্রী খালিদ

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের প্রধানমন্ত্রী খালিদ
ছবি : ইন্টারনেট

কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করেছেন। নতুন উত্তরসূরি হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করেছেন কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনো কারণ এখনও জানা যায়নি।

শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেখভাল করবেন।

মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। এ সময় দেশটির ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে