টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরলেন টাইগাররা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দল

তিন দফা পাকিস্তান সফরের প্রথম পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাহমুদউল্লাহরা।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়। সন্ধ্যার পর পরই গাদ্দাফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে লাহোর বিমানবন্দরে যান টাইগাররা। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।

মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল টিম বাংলাদেশ। হোটেল টু স্টেডিয়ামে তাদের চলাফেরা সীমাবদ্ধ ছিল। কয়েক দিনেই জীবন একঘেঁয়ে হয়ে উঠেছিল। সেই বন্দিজীবন থেকে মুক্তি পেতে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটি ছাড়ে তারা। পুরনো সূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা ছিল তামিমদের।

দ্বিতীয় ভাগে আবারও ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এ দফায় মাত্র একটি টেস্ট খেলে দেশে ফিরবে তামিমরা। সিরিজের বাকি এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে দুই দল। এ সফর হবে আগামী এপ্রিলে। এ তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে