রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৩

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩৩ জনের মতো আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ।

সোমবার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

universel cardiac hospital

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পক্ষ দুটি সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় আহত ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘ই’ ব্লকের দুই গ্রুপের গোলাগুলিতে ১৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। জকির গ্রুপ ও পুতুইয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে