হ্যাট্রিক জয়ে দিল্লির মসনদে ফের কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

কেজরিওয়াল
ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ফের ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ভোট গণনা শেষে ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।

এখন পর্যন্ত কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ৫৮ আসনে জয়ী হয়েছে এবং বিজেপির হাতে আছে মাত্র ১২ আসন। অপরদিকে, কংগ্রেস এবং অন্যান্য দল একটি আসনেও জয়ী হতে পারেনি।

universel cardiac hospital

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। প্রাথমিক গণনার পর এই ফল দেখা গেলেও নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল আরও পরে ঘোষণা করা হবে। দিল্লির বিধানসভায় মোট আসন ৭০টি। জয়ের জন্য দরকার ৩৬ আসন। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সবচেয়ে নিকটবর্তী বিধানসভা দিল্লি। দিল্লির সরকারের সঙ্গে মিলেই অনেক কাজ করতে হয় কেন্দ্রীয় সরকারকে। এ কারণে রাজধানীর এই বিধানসভার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন মোদি-অমিত শাহরা। শেষ পর্যন্ত দিল্লির সিংহাসন দখল না করতে পারলেও বিজেপি বিধানসভা নির্বাচনে অনেকগুলো আসন পেতে পারে।

দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি জানিয়েছেন, আমি চিন্তিত নয়, আমি আত্মবিশ্বাসী যে আজকের দিনটা বিজেপির জন্য খুব ভালো। আমরাই ক্ষমতায় আসছি। অবাক হবেন না যদি বিজেপি ৫৫ আসনে জিতে যায়।

দিল্লির বিধানসভা নির্বাচনের আগে থেকেই সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে উত্তাল গোটা ভারত। বিভিন্ন রাজ্য মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিএএ আইনের বিরুদ্ধে। এছাড়া কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগে সিএএ এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে নারীরা। এ নিয়েও কেজরিওয়াল ও মোদি সরকারের মধ্য বাকযুদ্ধ চলেছে।

শনিবার নির্বাচনের আগে ও পরে বিভিন্ন জরিপ সংস্থায় আম আদমী পার্টির ফের ক্ষমতায় আসা নিয়ে আভাস দিয়েছিল। তবে বিজেপি বুথফেরত জরিপ অগ্রাহ্য করে জানিয়েছিল তারা দিল্লির ক্ষমতায় আসছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে