চলতি মাসের শেষ সপ্তাহে দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প ভারত সফর করবেন। হোয়াইট হাউসের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
হোয়াইট হাউসের মিডিয়া সচিব স্টেফানি গ্রিশম জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দু’দিনের সফরে দিল্লি এবং আহমেদাবাদ যাবেন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের সময় ভারত সফরে সম্মত হন ট্রাম্প। এই সফরে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছেন দেশটির বিশ্লেষকরা।
ট্রাম্পের ভারত সফরের বিষয়ে জানানোর আগে সোমবার মার্কিন প্রশাসন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগী সংস্থাকে ভারতকে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম বিক্রি করার নির্দেশ দিয়েছে।
ভারতের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ভারত নিজদের সশস্ত্র সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে। উন্নত করা হবে গোটা প্রতিরক্ষা ক্ষেত্রকে। তবে আকাশপথে হামলা আরও আরও শক্তহাতে রুখতে এই ব্যবস্থাকে আরও ছড়িয়ে ব্যবহার করা হবে।