বিশ্বচ্যাম্পিয়ন যুবারা দেশে ফিরছেন আজ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়
ছবি : সংগৃহিত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। গত রোববার পচেফস্ট্রমে ফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছেন টাইগার যুবারা।

বিশাল অর্জন নিয়ে আজ বুধবার দেশে ফিরছেন তারা। সোনার ছেলেদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল বিশ্বকাপজয়ী দলের।

universel cardiac hospital

তবে সময়ে কিছুটা পরিবর্তন এসেছে। বিকাল ৫টায় দেশের মাটিতে পা রাখবেন আকবর-হৃদয়রা। পরিপ্রেক্ষিতে নিজেদের পরিকল্পাতেও পরিবর্তন এনেছে বিসিবি।

গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সকালে বিমানবন্দরে বিশ্বজয়ী দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। সেখান থেকে সরাসরি বিসিবিতে নিয়ে আসা হবে। সেখানে পুরো দলকে বিশ্রামের সুযোগ দেয়া হবে। পরে দুপুরের খাবার একসঙ্গে সারবে সবাই।

তবে দল দেরিতে পৌঁছানোর কারণে নিজেদের পরিকল্পনাতেও খানিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিবি। মঙ্গলবার বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে দলকে অভ্যর্থনা জানানো হবে। তাদের বহনকারী বিমানকে দেয়া হবে ওয়াটার স্যালুট। পরে বোর্ডে নিয়ে আসা হবে। সেখানে সংবাদ সম্মেলনের আয়োজন থাকছে। রাতে একসঙ্গে ডিনার করবে সবাই। এর পর যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি খেলোয়াড়কে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

সবমিলিয়ে বিসিবিও সেজেছে নববধূর সাজে। হোম অব ক্রিকেট মিরপুরের প্রতিটি দেয়াল ছেয়ে গেছে আকবর বাহিনীর পোস্টার ও ব্যানারে। উল্লেখ্য, বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। থাকবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন এবং বোর্ড কর্মকর্তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে