সমবায় ব্যাংকের আনাদায়ী ঋণ ১৯৪ কোটি: স্বপন ভট্টাচার্য্য

সংসদ প্রতিবেদক

সমবায় ব্যাংক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য জানিয়েছেন, সমবায় ব্যাংকের ১৯৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা ঋণ আনাদায়ী রয়েছে। এরমধ্যে কৃষি ঋণ ৩৬ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার, প্রকল্প ঋণ ১০ কোটি ৬৯ লাখ ৪২ হাজার, প্রকল্প ঋণ (মহিলা) ৫৩ লাখ ৮২ হাজার, কনজুমার্স ঋণ সাত কোটি ৯৬ লাখ ৫৭ হাজার, পারসোনাল ঋণ ৫৫ কোটি ৯৪ লাখ দুই হাজার এবং স্বর্ণ বন্ধকী ঋণ ৮১ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

universel cardiac hospital

সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের লিখিত জবাবে তিনি আরও জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কোনো শাখা অফিস এবং কর্মকর্তা পদায়ন না থাকায় বকেয়া ঋণ আদায়ে সম্প্রতি বিভাগীয় পর্যায়ের গ্রাহক সেবা/ঋণ আদায় বুথ স্থাপনপূর্বক ৫/৬ জন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। যেসব জেলায় বিনিয়োগকৃত ঋণের পরিমাণ বেশি সেসব জেলায় অতিরিক্ত একজন করে কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

স্বপন ভট্টাচার্য্য জানান, মাঠ পর্যায়ে সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী পদায়নের ফলে ঋণ গ্রহীতার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফলে অনাদায়ী ঋণ আদায়ে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে