অলিম্পিক গেমসে করোনার প্রভাব পড়ার আশঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস
করোনাভাইরাস

করোনা ভাইরাসের থাবা ক্রমেই চওড়া হচ্ছে। চীনের ন্যাশনাল হেল্থ কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৫২ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ২,৭১৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪০৬ জন। আগের দিন এই সংখ্যাটা ছিল ৫০৮। চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮,০৬৪ জন।

প্রথম কোনো মার্কিন সৈনিকের করোনায় আক্রান্ত হওয়ার খবরও মিলেছে। মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ২৩ বছরের এক জওয়ান এই রোগে আক্রান্ত। ডেগুর কাছে ক্যাম্প ক্যারোলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। চলতি সপ্তাহেই তিনি ডেগুর ক্যাম্প ওয়াকারে গিয়েছিলেন। সিওলের বিমানে তিন যাত্রী জ্বরে আক্রান্ত হওয়ায় সেখানেই ৯৪ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে চীন। আতঙ্ক বেড়েছে জাপান এবং হংকং-এও।

universel cardiac hospital

চীনের পর প্রতিবেশী দেশ জাপানেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাতিল হতে পারে এ বছরের অলিম্পিক গেমসের আসর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মে মাসের মধ্যে করোনাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে ‘টোকিও অলিম্পিক ২০২০’ বাতিল করতে পারেন তারা। এটি পেছানো বা অন্যত্র সরানো যাবে না বলেও জানিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে