দিল্লির মসজিদে আগুন, হিন্দু প্রমাণ দিতে বাড়িতে-বাড়িতে গেরুয়া পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির মসজিদে আগুন, মিনারে হনুমানের পতাকা
দিল্লির মসজিদে আগুন, মিনারে হনুমানের পতাকা। ছবি : ইন্টারনেট

দিল্লির একটি মসজিদে আগুন দিয়ে মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থকরা। বলা হচ্ছে, এরা ক্ষমতাসীন মোদী সরকারের লোক।

ওই মসজিদের মাইক ভেঙে ফেলা হয়েছে এবং ভারতের জাতীয় পতাকাও লাগিয়েছে দুর্বৃত্তরা। এলাকার দোকানগুলোতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছৈ।

নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের চলমান সহিংসতায় এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই এই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটলো।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, হামলাকারীরা জয় শ্রী রাম স্লোগান দিয়ে মসজিদে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা মসজিদের মিনারে উঠে হনুমানের পতাকা টাঙিয়ে দিচ্ছে।

এদিকে ভজনপুরা, গৌতমপুরী এবং মৌজপুরের আশপাশের অঞ্চলের বাসিন্দারা বাড়ির বাইরের দেওয়াল, প্রধান দরজা এমনকি বারান্দাতেও লাগিয়ে রাখছেন গেরুয়া পতাকা। এভাবেই তারা নিজেদের হিন্দু বলে প্রমাণ করছেন যেন হামলার শিকার হতে না হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভজনপুরার এক বাসিন্দা বলেন, সহিংসতার হাত থেকে বাঁচার জন্য এই এলাকার প্রতিটি হিন্দু বাড়ি এবং দোকানের গায়ে গেরুয়া পতাকা লাগানো হয়েছে। যদিও এই এলাকা হিন্দু প্রধান, তবুও কয়েকজন মুসলিমেরও দোকান রয়েছে। সেগুলো সব পুড়িয়ে দেয়া হয়েছে।

দিল্লির বাড়িতে-বাড়িতে গেরুয়া পতাকা। ছবি : সংগৃহিত

তিনি বলেন, এতদিন যারা এই মুসলিমদের প্রতিবেশী ছিলেন তারাই পুড়ে যাওয়া দোকান থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছেন। মৌজপুরের বাসিন্দা পৃথ্বি সিং বলেন, তারা নিশ্চিত নন যে, সবাই নিজে থেকেই এসব পতাকা বাড়িতে লাগিয়েছেন নাকি কোনও গোষ্ঠী এর পেছনে রয়েছে। তবে প্রত্যেকটি পতাকার আকার-আকৃতি একরকম দেখতে।

ভজনপুরা এবং নিউ সিলামপুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যারা এসব এলাকায় প্রতিহিংসা ছড়াচ্ছেন তারা কেউই স্থানীয় নয়। সহিংসতা ছড়ানোর উদ্দেশ্যে বাইরে থেকে তাদের এসব শহরে আনা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা নিজে চোখে দেখেছেন যে, যমুনা বিহারের প্রধান সড়কের কাছে ট্রাকে করে ইঁট-পাথর নিয়ে আসা হয়েছে।

দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়া পুরো উত্তর-পূর্ব দিল্লিতে আগামী এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লি-সংলগ্ন উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও ১৪৪ ধারা জারি রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে