তিন দেশের নাগরিকদের ভিসা সীমিত করবে বাংলাদেশ

মত ও পথ প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনা ভাইরাস ‘কোভিড-১৯’ সংক্রমণের পরিপ্রেক্ষিতে  চীনা নাগরিকদের জন্য অন অ্যারাইভাল (আগমনী ভিসা) স্থগিতের পর নতুন করে ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের জন্য ভিসা সীমিত করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে। তবে এটা সাময়িক সময়ের জন্য।’

universel cardiac hospital

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকরের আহ্বান জানানো হয়েছে।

কোভিড-১৯ ভাইরাস ইস্যুতে গত জানুয়ারি মাসে চীনা নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান প্রদেশে শুরু হওয়া নতুন নভেল করোনা ভাইরাস দেশটির মূল-ভূখণ্ড ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। চীনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টের পর ভাইরাসটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের জন্য। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে তিন হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারেরও বেশি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে