করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার বিষয়টি আলোচনা হচ্ছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কোনো ঘোষণা দেয়নি। তবে একটি মহল এ ব্যাপারে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়। এ ব্যাপারে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এই অনুরোধের কথা জানান।
আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, কয়েকটি সংবাদপত্রের ওয়েবপেজ নকল করে এই ধরনের গুজব চালানো হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
- ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শিক্ষাপ্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিল মাউশি
এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো রকমের সিদ্ধান্ত না নিলেও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিয়ারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মতো পরিস্থিতি এখনো দেশে হয়নি বলে জানিয়েছিলেন মন্ত্রী।