শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক প্রবাসী বাংলাদেশিকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরে মুহূর্তে যাত্রীদের পরীক্ষার জন্য চারটি থার্মাল স্ক্যানার কাজ করছে। পাশাপাশি মোট চারটি হেলথ ডেস্কও স্থাপন করা হয়েছে। আজ একজনের শরীরে তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সকালে জানিয়েছেন, তিনজন ছাড়া দেশে এখন পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে গেছেন। একজন বাসায়ও ফিরেছেন।
করোনা সন্দেহ হলে আইইডিসিআরে না এসে হটলাইনে ফোন দেয়ার পরামর্শ দেন তিনি। সতর্কতা হিসেবে বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে আইইডিসিআর।