করোনাভাইরাস: ইরানে একদিনে আরও ১৪৯ মৃত্যু, স্পেনে ২০৯

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস
ফাইল ছবি

প্রতিদিন ভয়াংকর হয়ে উঠছে করোনাভাইরাস। বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনার অন্যতম প্রধান ভুক্তভোগী ইরানে নতুন করে আরও ১৪৯ জনের প্রাণহানি হয়েছে।

অন্যদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে এ সময়ের ভেতর করোনায় ভুগে মৃত্যু হয়েছে ২০৯ জনের।

universel cardiac hospital

বৃহস্পতিবার আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

ইরানের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে এ দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৪ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪০৭ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হলো মোট ৭৬৭ জনের।

স্পেনের জরুরি স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ জন।

এছাড়া রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে