করোনা আক্রান্ত সেই গায়িকার পাশে দাঁড়িয়ে তোপের মুখে সোনম

বিনোদন প্রতিবেদক

সোনম-কণিকা
সোনম-কণিকা।ফাইল ছবি

করোনা আক্রান্ত ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুরকে নিয়ে যখন বলিউড মহলে সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের তোপের মুখে পড়লেন অভিনেত্রী সোনম কাপুর।

টুইটারে এক পোস্টে সোনম লিখেছেন, কণিকা দেশে ফিরে এসেছে ৯ তারিখ। ভারতীয়রাও নিজেকে কোয়ারেন্টিনে না রেখে সেই সময় চুটিয়ে হোলি খেলেছে।

universel cardiac hospital

এর পরই নেটিজেনরা সোনমের সমালোচনা শুরু করেন।

টুইটারে সোনমকে একজন লেখেন, যখন বিদেশ থেকে কণিকা ফিরলেন, তখন তার বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। বরং পার্টি করে বেড়িয়েছেন। রঙ খেলেছেন। আপনি এত কিছুর পরও কী করে তাকে সমর্থন করতে পারেন?

আরেকজনের ভাষ্য– কাপুর সারনেম বলেই কি আপনি কণিকার প্রতি এতটা সদয় হলেন?

গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা কণিকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা চেপেও যান।

শুধু তাই নয়, ওই দিনই একটি পাঁচতারকা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। কণিকার বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আমলাসহ প্রায় ৩৫০ অতিথি যোগ দিয়েছিলেন।

ওই পার্টিতে অংশ নিয়েছিলেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার পুত্র বিজেপির সংসদ সদস্য দুষ্মন্ত সিংহ। ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার মন্ত্রী জয়প্রতাপ সিং।

কণিকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছিল বিভিন্ন মহলে। অক্ষয় কুমার থেকে বাপ্পি লাহিড়ী, গায়িকার অবিবেচক কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় নিন্দা করেছিলেন তাকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে