রাজধানীতে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

বিশেষ প্রতিনিধি

অগ্নিদগ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- জাকির হোসেন, তার স্ত্রী রানী এবং ছেলে জিহাদ।

শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

universel cardiac hospital

দগ্ধদের প্রতিবেশী রিপন জানান, তারা ভাষানটেকে টিনশেড বাড়ির ঘরে ভাড়া থাকতেন। শনিবার রাতে ওই ঘরে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে।

রিপন আরও জানান, সাত থেকে আট মাস আগে এই ঘরে আগুনে পুড়ে একজন মারা গিয়েছিল। প্রায় সময়ই এই ঘর থেকে গ্যাসের গন্ধ বের হতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শরীরের কতভাগ পুড়ে গেছে সেটা নিশ্চিত করে জানাতে পারেননি সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে