শেবাচিমে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি

শেবাচিমে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু
ফাইল ছবি

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুরুষ (৪৫) রোগীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সোয়া ৭টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটে এই রোগীকে স্বজনরা আমাদের হাসপাতালে ভর্তি করে।

এর পর এই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গতরাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রোববার সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তিনি।

রোগীর শ্বশুর মোবাইল ফোনে জানান, তার মেয়ের জামাই দীর্ঘদিন ধরে অ্যাজমাজনিত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।

শেবাচিমের পরিচালক আরও জানান, এই রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।

এদিকে শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সঙ্গে সঙ্গে মারা যাওয়া নারী রোগীর মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। কারণ তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ওই নারী রোগীকে স্বজনরা শনিবার দিনগত রাত ১১টা ৫০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা করোনা ওয়ার্ডে পাঠান। করোনা ওয়ার্ডে নেয়ার সঙ্গে সঙ্গে রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। ওই নারীর বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে