এশিয়ার দুই কোটি ৪০ লাখ লোক দরিদ্র হয়ে যাবে : বিশ্বব্যাংক

বিশেষ প্রতিনিধি

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক। ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারী বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর সবচেয়ে খারাপ প্রভাব পড়বে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে ।

বিশ্বব্যাংক বলছে,  এই অঞ্চলের প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ করোনার কারণে অর্থনৈতিক মন্দা কবলে পড়বে।তারা দরিদ্র হয়ে যাবে।

universel cardiac hospital

বিশ্বব্যাংক বলেছে, করোনা ভাইরাসের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছে, এতে করে সব দেশই তাৎপর্যপূর্ণভাবে আক্রান্ত হবে।যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল, তারা চরম ঝুঁকিতে রয়েছে।

বিশ্ব ব্যাংকের আশঙ্কা, বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। চীনে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়নে।করোনা ভাইরাসের কারণে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর প্রবদ্ধি ২ দশমিক ১ শতাংশ কমে যাবে।

বিশ্বব্যাংক বলেছে, থাইল্যান্ডের পর্যটনখাত এবং ভিয়েতনাম, কম্বোডিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে মহামারি করোনা ভাইরাসের প্রভাব পড়বে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে