করোনার তাণ্ডব চলছে বিশ্ব জুড়ে। লকডাউনের মধ্যেও ভারতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনে নতুন করে ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৪ জনে। এখন পর্যন্ত মারা গেছে ৪১ জন।
আশার কথা হলো এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া হিসেব মতে, সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৩০২ জন। কেরালায় ২৪১ জন, তামিলনাড়ুতে ২৩৪, দিল্লীতে ১৫২, উত্তরপ্রদেশে ১০৩।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ৩০২ জন। এর পরেই কেরালা। সেখানে আক্রান্তের সংখ্যা ২৪১। এর পরে যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৩৪), দিল্লি (১৫২), উত্তরপ্রদেশ (১০৩)-এর মতো রাজ্য।
নতুন আক্রান্তদের একটা বড় অংশ দিল্লিতে নিজামুদ্দিনের জামাতে অংশ নেওয়া মানুষজন রয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে ওই জামাতে যোগ দেওয়া এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। ফলে আক্রান্তের সংখ্যা এক লাফে পৌঁছেছে ৩৭ জনে। মৃত্যু হয়েছে ২ জনের।