ইউরোপে হাজার হাজার প্রাণ কেড়ে এবার যুক্তরাষ্ট্রে কেন্দ্র গড়ে তুলেছে করোনা ভাইরাস। ক্রমেই খারাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২০০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬১৮ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৩০ জন।
এর আগেই হৃদয়বিদারক সপ্তাহ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, ‘সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।’
মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় আমেরিকায় এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা থেকেই ১ লক্ষ করোনা আক্রান্ত মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষ দপ্তর পেন্টাগন সূত্র এমন তথ্য জানিয়েছে।