দেশের ২৪ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা

মত ও পথ প্রতিবেদক

করোনাভাইরাস
ফাইল ছবি

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস দেশের ২৪টি জেলায় বিস্তার লাভ করেছে। এর মধ্যে ঢাকা সিটিতে রয়েছে ১২৩ জন। আর বাকি আক্রান্তরা রয়েছেন দেশের ২৩টি জেলায়।

বুধবার বেলা ২টার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।

universel cardiac hospital

জেলাগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হল- চট্টগ্রাম ৩, চুয়াডাঙ্গা ১, কুমিল্লা ১, কক্সবাজার ১, কুমিল্লা ১, ঢাকা ৫, গাইবান্ধা ৫, গাজীপুর ১, জামালপুর ২, কেরানীগঞ্জ ১, কিশোরগঞ্জ ১, মাদারীপুর ১১, মানিকগঞ্জ ৩, মৌলভীবাজার ১, নারায়াণগঞ্জ ৪৬, নরসিংদী ২, নিলফামারী ১, রাজবাড়ী ১, রংপুর ১, শরীয়তপুর ১, শেরপুর ১, সিলেট ১, টাঙ্গাইল ২ ও ঢাকা সিটিতে ১২৩। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর একদিনে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে