আরও ৫০ লাখ মানুষ পাবেন রেশন কার্ড : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নয় জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকারপ্রধান।

ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, করোনার কারণে দুর্ভিক্ষ হলে কিভাবে দেশের মানুষ রক্ষা পাবে সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে সারাবিশ্বের মানুষ আতঙ্কগ্রস্ত। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অদৃশ্য ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ একটা জায়গায় চলে গেছে। অর্থনীতেতে এর বিরুপ প্রভাব পড়েছে।

এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা। এছাড়া শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে প্রধানমন্ত্রী চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে