সিঙ্গাপুরে আরও ২৫৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুর প্রতিনিধি

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৫৬ জনই বাংলাদেশি। ২৫৬ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ১৩০৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এদিন ১২৭ জন ইন্ডিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হন৷

বুধবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯৯ জন৷ আরও ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৫২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ৭৯৭ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাছাড়া গতকাল করোনায় আক্রান্তের ৪০৪ জনই ডরমিটরিতে অবস্থানকারী ওয়ার্ক পাশ হোল্ডার৷

আক্রান্ত ৪৪৭ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ বুধবার ৪০৪ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ৪০৪ জন ডরমিটরিতে অবস্থান করত৷ ৩৮ জন স্থানীয় নাগরিক৷

১৪৯৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এরমধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৫৪০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে