আগস্টের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নয় : আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব এখন ভয়াবহ ‍আতঙ্কের মধ্যে রয়েছে। এর বড় একটা প্রভাব পড়েছে বিশ্বের ক্রীড়া জগতেও। ফুটবল, ক্রিকেট, টেনিসের মতো বড় বড় সকল বৈশ্বিক ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করে দেওয়া হয়েছে।

চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যান্য সব বড় ইভেন্টগুলোর মতো এখন পর্যন্ত বিশ্বকাপ পেছানোর কোনো ঘোষণা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আইসিসি জানিয়েছে, আগামী আগস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা।

universel cardiac hospital

সোমবার (২০ এপ্রিল) আইসিসি’র একটি বিশ্বস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, ‘করোনার বিষয়টি বেশ কষ্টদায়ক ‍সারা বিশ্বের জন্য। সবার আগে মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। আগামী দুই মাসে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী মে মাসে যদি আইসিসি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দেয় আর এরপর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কি হবে? সেজন্যই আইসিসি এই সিদ্ধান্তটি নিতে সময় নেবে। আগামী আগস্টের আগে ঘোষণা আসার কোনো সম্ভবনা নেই।’

সূত্রটি আরও বলেছে, ‘সব কিছুই এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী এগোবে। নির্ধারিত তারিখেই বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ায় আইসিসি’র লোকাল অর্গানাইজেশন কমিটি (এলওসি) অন্য সব ধরনের প্রস্তুতির কাজ পুরোদমে অব্যহত রাখবে।’

একজন আইসিসি মুথপাত্র বলেছেন, ‘এই অনিশ্চিত সময় আমাদের একমাত্র দায়িত্বই হলো ক্রিকেটার, কোচ, কর্মকর্তা ও পুরো ক্রিকেট বিশ্বের যারা সমর্থক গোষ্ঠী রয়েছেন, আগামী কয়েক মাস তাদেরকে সকল কর্মকাণ্ডে নিরাপদে রাখা।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে