নিলামে সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য মূল্য ৫ লাখ টাকা

ক্রীড়া ডেস্ক

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলার জন্য ২০১৯ বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ইতোমধ্যে ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামক পেইজে ব্যাটটি নিলামে তোলা হয়েছে। অনেকে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। কেউ কিনতে চাইলে ফেসবুকে অকশন ফর অ্যাকশন নামক পেইজে প্রবেশ করে কমেন্টের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে হবে। আর সেটি আজ (বুধবার) রাত এগারোটার মধ্যে। কেউ চাইলে পেইজে ঢুকে ইনবক্সও করতে পারবেন।

বুধবার বিকালে অকশন ফর অ্যাকশন পেইজে নিলামের যাবতীয় শর্ত তুলে ধরা হয়েছে। জানা গেছে, রাত দশটায় আরো বিস্তারিত তথ্য তুলে ধরবে অকশন ফর অ্যাকশন কর্তৃপক্ষ।

universel cardiac hospital

গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সাকিব তার ব্যাটটি নিলামে তোলার কথা তুলে ধরেন। ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তা দিয়ে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন বলে উল্লেখ করেন।

সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাট দিয়ে খেলেছি। একটু কুসংস্কার ছিল বললেও চলে। আমি একটি ব্যাটে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ সফল হয়েছি। ব্যাট ও বলে ভালো একটি বিশ্বকাপ গিয়েছে। ব্যাটিংয়ে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটি অকশনে (নিলাম) দেয়া হয়েছে। বুধবার অকশন ফর অ্যাকশন এই পেইজ থেকে অকশন হবে। যারা আগ্রহী আছেন, খেলা পছন্দ করেন, তারা এই অকশনে যোগদান করতে পারেন।’

অকশন ফর অ্যাকশন নামক ফেসবুক পেইজে সাকিবের ব্যাটের নিলাম সম্পর্কে যে শর্তগুলো দেয়া হয়েছে সেগুলো হুবহু তুলে ধরা হলো।

• আইটেম কোড: #SAH001

• আইটেম: ক্রিকেট ব্যাট

• বিস্তারিত: সাকিব আল হাসান তার জন্য কাস্টমাইজ করা এই SG ব্যাটটি দিয়ে ODI এ প্রায় ১৫০০ রান তুলেছে এবং শুধু এই ব্যাটটি দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছে

• এই প্রোডাক্টটির সর্বনিম্ন মুল্য: ৫ লক্ষ টাকা

• বিডিং শেষ হবে: আজ রাত ১১ টায়

… কীভাবে বিড করবেন;

– আইটেমটির বেইজ বা সর্বনিম্ন মূল্যটি দেখুন

– আপনি পাবলিকলি এই পোস্টে কমেন্ট করে বা আমাদের ইনবক্সেও নাম প্রকাশ না করে বিড করতে পারবেন

– নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে

– বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারিটি প্রতিষ্ঠানে সেই দরকৃত মুল্য পরিশোধ করিবেন

-আমরা সেই আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করব

– উপরের ধাপগুলো সম্পন্য হবার পরপরই আইটেমটি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে

…এখানে উল্লেখ্য,

*যদি নির্ধারিত সময়ের মাঝে এই প্রোডাক্টের দর সেটার জন্য নির্ধারিত নিম্ন মূল্যটি বা বেইজ প্রাইজটি অতিক্রম না করে তাহলে সেই প্রোডাক্টটি Auction 4 Action এর ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে

*এবং এই পেইজ কোন আর্থিক লেনদেনে সংযুক্ত থাকিবে না। এই প্ল্যাটফর্ম শুধু মাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে