মিডিয়া ক্ষতিগ্রস্ত হলে দেশ-জাতিও ক্ষতিগ্রস্ত হবে

সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ। ফাইল ছবি

জাতীয় জীবনের এমন কোনো সেক্টর নেই, যা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। মিডিয়াকেও মারাত্মকভাবে আঘাত করেছে করোনা পরিস্থিতি।বিভিন্ন সেক্টরের ক্ষতি পুষিয়ে দিতে সরকার নানা রকম প্রণোদনার কথা ঘোষণা করেছে। মিডিয়ার জন্য রাষ্ট্র থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটা এই জন্য প্রয়োজন যে এই জাতীয় সংকটে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নানা রকম গুজব ও অপপ্রচার রোধ করতে মূলধারার গণমাধ্যম সবচেয়ে বেশি কার্যকর। জনগণকে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত করতে পারে সংবাদমাধ্যম। সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি যথাযথভবে জনগণকে অবহিত করতে মিডিয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। সংকট মোকাবেলায় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টারও কোনো বিকল্প নেই। অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমায়।

করোনার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা। এই বিষয়টি সরকারের নীতিনির্ধারকদের উপলব্ধি করতে হবে। আর্থিকসহ সংবাদকর্মীদের সব রকমের নিরাপত্তা না দিলে সংবাদমাধ্যম বড় রকমের ঝুঁকির মধ্যে পড়বে। মিডিয়ার দীর্ঘস্থায়ী ক্ষতি হবে, যার জন্য দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ব্যাপারে অবিলম্বে কার্যকর প্রণোদনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

universel cardiac hospital

লেখক : বুদ্ধিজীবী ও গবেষক।
অনুলিখন: আজিজুল হক পারভেজ

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে