করোনায় একদিনে সুস্থ ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনা থেকে সুস্থ হয়েছেন
ছবি : ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৭৮ হাজার ২৬৩ জন, স্পেনে এক লাখ ৪৮ হাজার ৫৫৮ জন, ইতালিতে ৮১ হাজার ৬৫৪ জন, ফ্রান্সে ৫০ হাজার ৭৮৪ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২২ জন।

universel cardiac hospital

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ৬০০ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৮ হাজার ২৮২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৬৬ হাজার ৪ জন। অপরদিকে ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে