ছোঁয়াচে করোনা : ঘানায় এক রোগী থেকে আক্রান্ত ৫৩৩ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

ঘানায় এক করোনা রোগী থেকে আক্রান্ত ৫৩৩ শ্রমিক
ছবি : ইন্টারনেট

মহামারী করোনা ভাইরাস যে কতটা ছোঁয়াচে তার উৎকৃষ্ট প্রমাণ মিলল পশ্চিম আফ্রিকার দেশ ঘানায়।সেখানে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় করোনা আক্রান্ত এক শ্রমিক থেকে ভাইরাসটি আরও ৫৩৩ জনে সংক্রমিত হয়েছে।

স্থানীয় সময় রোববার টেলিভিশনে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর বরাত দিয়ে রয়টার্স জানায়, ঘানায় নতুন আক্রান্ত ৫৩৩ জন দেশটিতে মোট আক্রান্তের ১১.৩ শতাংশ।

রয়টার্স জানায়, দেশটির টেমা শহরে দুইটি বড় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। এর একটির মালিকানায় থাই ইউনিয়ন গ্রুপ পিসিএল। কারখানাটি টিনজাত টুনা মাছ প্রস্তুতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে। এটি ছাড়া কসমো সি ফুড কম্পানি লিমিটেড নামে একটি স্থানীয় কারখানা রয়েছে।

প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো জানান, নতুন ৫৩৩ জন করোনা রোগী টুনা মাছের কারখানায় শনাক্ত হয়েছে। এরপর কসমো সি ফুডের বেশ কয়েকজন শ্রমিকেরও শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত কারখানা দুটির কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

এদিকে ৫৩৩ জনসহ ঘানায় করোনায় আক্রান্তের সংখ্যা এক লাফে ৪ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে, যা পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় ২২ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৪৯৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ১৮৪ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১ লাখ ৬০ হাজার ৫০১টি টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখ মানুষের মধ্যে পরীক্ষার হারে আফ্রিকার যে কোনো দেশের মধ্য সবার ওপরে ঘানা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে