জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটি শিথিল করা হয়েছে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে মঙ্গা, দরিদ্র দুর্ভিক্ষ থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস উপলক্ষে কর্মহীন হয়ে পড়া সাধারণ লোকদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

universel cardiac hospital

পৃথিবীর অন্যান্য দেশে করোনা ভাইরাসে যেভাবে আক্রান্ত এবং মারা যাচ্ছে তার তুলনায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনা এমন এক অদৃশ্য শক্তি যার কাছে সকলকে মাথা নত করতে হয়েছে। করোনার প্রভাবে আজ জীবন যাত্রা অচল। এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি।

সরকারপ্রধান বলেন, আমরা পৃথিবীতে অনেক অস্ত্র ও অর্থের শক্তি দেখেছি কিন্তু করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শক্তিকে কেউ মোকাবেলা করতে পারছে না। অস্ত্র ও অর্থ কোনো কাজে লাগছে না।

‘পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন কারণে যে মহামারি হয়েছিলো সেগুলো দেখা গিয়েছিলো কিন্তু এই অদৃশ্য শক্তিকে দেখা যাচ্ছে না।’

জীবন ও জীবিকার জন্য সাধারণ ছুটি শিথিল করা হয়েছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।

শেখ হাসিনা বলেন, করোনার কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে, আমদানি-রপ্তানি সীমিত হয়ে পড়েছে। তাই এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। ফসল ফলাতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে