করোনা সংক্রমণ প্রতিরোধে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে নৌ-চলাচল বন্ধ থাকবে।
তবে দুটি ফেরি দিয়ে শুধুমাত্র জরুরি পণ্যবাহী ট্রাক ও আম্বুলেন্স পারাপার করা হবে বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সোমবার সকাল থেকে চারটি ফেরির মাধ্যমে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পার করছিলাম। এদিকে লকডাউনেও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে গত রাত থেকেই অনেকগুলো ব্যক্তিগত গাড়ি ঘাটে এসে ভিড় করছিল। এক পর্যায়ে যাত্রীর চাপ বাড়তে থাকায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ভাবেই চলবে।