করোনার সংক্রমণ ঠেকাতে অভিজ্ঞ দল পাঠাতে চায় চীন

মত ও পথ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট
শেখ হাসিনা-শি জিনপিং। ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে একটি অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা পোষণ করেছে বেইজিং।

আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখন তিনি এই প্রস্তাব দেন।

universel cardiac hospital

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২২ এপ্রিল করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে চীন। বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি চিনপিং বরাবর চিঠি প্রেরণ করেছিলেন।

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে