বিএসএমএমইউর টেস্টেও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

ডেস্ক রিপোর্ট

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ফাইল ছবি

নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে টেস্ট করায় করোনা পজিটিভ ধরা পড়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। বলেছিলেন, পিসিআর ল্যাবরেটরিতে আর টেস্ট করবেন না। অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবে তার স্যাম্পল দেয়া হয়। এখানেও তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

গতকাল বুধবার তার করোনাভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বিএসএমএমইউ। ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছেন।

universel cardiac hospital

ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গত ২৪ মে তার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনো অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউর পিসিআর ল্যাবরেটরিতেও পরীক্ষা করালেন। এখানেও তার করোনা পজিটিভ এসেছে। যদিও তিনি বলেছিলেন, তাদের কিটেই যেহেতু ফলাফল পাওয়া গেছে সেক্ষেত্রে তিনি পিসিআর টেস্ট করবেন না।

মঙ্গলবার বিএসএমএমইউতে তার স্যাম্পল পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম মিন্টু।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে