করোনায় আক্রান্ত হলেন এমপি মোকাব্বির

মত ও পথ প্রতিবেদক

মোকাব্বির আহম্মেদ খান
মোকাব্বির আহম্মেদ খান। ফাইল ছবি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের।

আজ মঙ্গলবার দুপুরে তার এপিএস জুবের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

তিনি বলেন, কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে সেখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে স্যার শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে। স্যার সকলের কাছে দোয়া চেয়েছেন ।

মহামারি করোনায় এ পর্যন্ত দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ মারা যাওয়ার পর তার করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এরআগে সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন মোকাব্বির খান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে