করোনা শনাক্তে ৪ নম্বরে ভারত, একদিনে মৃত ২ হাজার

কলকাতা প্রতিনিধি

ভারতে করোনায় মৃত্যু
ছবি : সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে ২ হাজারের বেশি জন মানুষের মৃত্যু হয়েছে। এর আগে এখন পর্যন্ত একদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজারও ছাড়ায়নি কখনো। ইউরোপের স্পেন, ইতালি বা ইংল্যান্ডে সংক্রমণ ও মৃত্যুর হার যখন সর্বোচ্চ ছিল তখনও এত বড় সংখ্যায় মানুষ কমই মারা গেছে। খবর বিবিসির।

যদিও শনাক্তের মধ্যে চলমান রোগীর তুলনায় সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছে ভারত।

universel cardiac hospital

এর আগে ভারতে একদিনে সর্বোচ্চ মারা যান ৩৯৫ জন। ১৭ জুন একদিনে মৃতের সংখ্যা পাওয়া গেছে ২ হাজার ৩ জন। এ নিয়ে ভারতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯ শত ৩ জন।

একদিনে ভারতে নতুন রোগী পাওয়া গেছে ১০ হাজার ৯৭৪ জন। ভারতে এখন পর্যন্ত মোট রোগী পাওয়া গেছে ৩ লাখ ৫৪ হাজার। যার মধ্যে এখন ভাইরাস আক্রান্ত আছেন ১ লাখ ৫৫ হাজার ২২৭ জন। সুস্থ হয়ে গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯৩৪ জন।

বিশ্বে সংক্রমণের সংখ্যার দিক থেকে ভারত এখন চার নম্বরে। মৃত্যুর দিক থেকে আট নম্বরে।এশিয়ায় সংখ্যার দিক থেকে ভারতের ধারে কাছেও নেই কোনো দেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে