আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির ৮ ক্লাস

মত ও পথ প্রতিবেদক

টেলিভিশনে ক্লাস

করোনাভাইরাসের প্রাদুর্ভবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার চলছে। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে সংসদ বাংলাদেশ টেলিভিশনে এসব ক্লাস হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিকের ৫টি ও কারিগরির তিনটিটিসহ মোট ৮টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

universel cardiac hospital

বৃহস্পতিবার মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাস দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস দুপুর ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট, অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস ৩টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টা ৩৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ ক্লাস ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস ৩টা ৫৫ মিনিট থেকে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

এরপর কারিগরি স্তরে দশম শ্রেণির মেশিন ট্যুলস অপারেশন ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ফিস কালচার এন্ড ব্রিডিং ক্লাস এবং ৩ টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ড্রেসমেকিং ক্লাস সম্প্রচার করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে