বাংলাদেশকে ৫১৬১টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল চীন

মত ও পথ প্রতিবেদক

চীন-বাংলাদেশ

বাংলাদেশের শুল্ক পণ্যের ওপর শতকরা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি রয়েছে চীন সরকার। আগামী ১ জুলাই থেকে ঢাকাকে এই সুবিধা দেবে দেশটি। এতে করে পাঁচ হাজার ১৬১ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে।

universel cardiac hospital

স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। পাঁচ হাজার ১৬১ বাংলদেশি পণ্য এ শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ইতিমধ্যে চীন থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আফটা) আওতায় তিন হাজার ৯৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। সেই সুবিধার বাইরে শতকারা ৯৭ ভাগ শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হলো। ফলে শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে আট হাজার ২৫৬ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়া হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে