করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ফাইল ছবি

করোনামুক্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বুধবার বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রীর ফলোআপ করোনা রেজাল্ট নেগেটিভ এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

করোনা পজেটিভ হয়ে ৭ জুন থেকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন।

universel cardiac hospital

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বুধবার দুপুরে মন্ত্রী রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তার বড় ছেলে রবিন বাহাদুর।

গত ৬ জুন বীর বাহাদুর উশৈসিংয়ের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবানের সেনা জোন থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে রাজধানীর সিএমএইচ-এ নেয়া হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে