করোনার পিকটাইম জুলাই, ছড়িয়ে পড়বে গ্রামে: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ডা. জাফরুল্লাহ চৌধুরী
ফাইল ছবি

মহামারি করোনার সমস্যা সমাধানে সরকার সঠিক চিন্তা করছে না এমন অভিযোগ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে করোনার পিকটাইম আসছে জুলাই মাসে, আর তা ছড়িয়ে পড়বে গ্রামে।

বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক আলোচনা সভায় এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

universel cardiac hospital

করোনাভাইরাস থেকে জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। তাতে অতিরিক্ত আলোচনা করা হয় জাফরুল্লাহ চৌধুরীর লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট’ বিষয়ে।

বাংলাদেশে করোনা মোকাবিলা সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আসলে সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যাটা কীভাবে সমাধান করবে, সেটা তাদের চিন্তার মধ্যে নাই।’

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, ‘করোনার মূল প্রবাহ (পিক টাইম) তো আসবে এ মাসে বা তার পরের মাসে। তখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে। সেজন্য একটা সুস্থ স্বাস্থ্যব্যবস্থা দরকার।’

তিনি বলেন, ‘আপনারা যদি বাজেট-সংক্রান্ত লেখাটা পড়েন, তাতে কিছুটা দিকনির্দেশনা আছে। জনগণের দাবি উঠানো ছাড়া, আওয়াজ উঠানো ছাড়া বাংলাদেশে কোনো দিন, স্বাস্থ্যক্ষেত্রে তো নয়ই কোনো ক্ষেত্রেই উন্নতি হবে না। সেজন্য আমাদের স্বাস্থ্য আন্দোলনটা শক্ত করে গড়ে তুলতে হবে।’

চিকিৎসায় ওষুধের খরচের বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘ওষুধের খরচের লেখাটা পরিপূর্ণ করতে পারিনি। আজকে ওষুধের দুটো সিস্টেম আছে। একটা আছে ইন্ডিকেটর প্রাইজ, যেটা আমাদের সালমান সাহেব খালেদা জিয়াকে (সাবেক প্রধানমন্ত্রী) পটাইয়া করেছিলেন। সেটাই এখনো বহাল আছে। জাতীয় ওষুধ নীতিরনিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে।’

একাত্তরের পর এখন মানুষের অনেক ভালোবাসা পাচ্ছেন জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনারা যে এতজনে দোয়া করেছেন, তা অকল্পনীয়। মানুষ যে এত ভালোবাসতে পারে, একাত্তরের যুদ্ধে পেয়েছিলাম ভালোবাসা, আর এখন পাচ্ছি।’

আলোচনার শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক জানিয়ে রাখেন, অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি কথা বলতে ডা. জাফরুল্লাহর একটু সমস্যা হবে। যতটা কম কথা বলা যায়, সেটাই হলো মূল লক্ষ্য।

গত ১৩ জুন গণস্বাস্থ্যের কিটে পরীক্ষা করে তার করোনার ফল নেগেটিভ আসে। এর আগে ২৫ মে তার করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে