রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে অবস্থিত পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানাটিতে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্র জানায়।
ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, যে পলিথিন কারখানাটিতে আগুন লাগে তা পুরান ঢাকার চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনে অবস্থিত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
আগুনের কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি বলে সূত্র জানায়।