আগামী সপ্তাহে চূড়ান্ত হবে আইপিএলের সূচি

ক্রীড়া প্রতিবেদক

আইপিএল
ফাইল ছবি

সোমবার আইসিসি চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরই আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা ঠিক করতে মাঠে নেমে পড়ে বিসিসিআই৷ মঙ্গলবার আইপিএল চেয়ারম্যান জানিয়ে দেন, এ বছর আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে৷ আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যেই প্রকাশিত হবে আইপিএলের সূচি৷

করোনাভাইরাস অতিমহামারীর কারণে সোমবার বোর্ড মিটিংয়ের পর চলতি বছর অক্টবোর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ আইসিসি-র প্রধান নির্বাহী মনু সাওয়নি বলেন, ‘আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি৷ এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের খেলাটির সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করা আমাদের অগ্রাধিকার।’

universel cardiac hospital

আইসিসির এই ঘোষণার সঙ্গে সঙ্গে আইপিএল আয়োজন নিয়ে মাঠে নেমে পড়েন বিসিসিআই কর্তারা৷ এদিন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আইপিএল অনুষ্ঠিত হবে৷

তিনি জানান, ‘এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা হবে৷ সেখানেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঠিক হবে৷ এখনও পর্যন্ত ঠিক রয়েছে পুরো আইপিএল অর্থাৎ ৬০টি ম্যাচ হবে৷ সম্ভবত টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে৷’

সারা বিশ্বে কোভিড-১৯ যেভাবে অতিমহামারীর আকার নিয়েছে, এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা কতটা চ্যালেঞ্জিং৷ এই প্রশ্নের উত্তরে প্যাটেল বলেন, ‘আমরা সব দিক খোলা রাখছি৷ আমাদের দেশের বাইরে দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট করতে হলে কোনও অসুবিধা নেই৷’ আইসিসির সিদ্ধান্তের পরই ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল নিয়ে তাদের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে৷

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ভারতীয় খেলোয়াড়রা এখনও পর্যন্ত প্র্যাকটিস করতে পারেননি৷ প্রতি দল তাদের দল তৈরি করার জন্য অন্তত এক মাস সময় পাবে৷ পাশাপাশি বিদেশি ক্রিকেটাররা সরাসরি আমিরশাহী উড়ে যাবে৷

একটি ফ্র্যাঞ্চাইজির মালিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, ‘আমাদের প্লেয়ারের ট্রেনিংয়ের জন্য মাসখানেক সময় লাগবে৷ বিসিসিআই সূচি ঘোষণার পরই আমার পরিকল্পনা নেব৷ সম্ভবত এবার আইপিএল সংযুক্ত আরব আমিরাতে হবে৷ তবে তাতে আমাদের কোনও অসুবিধা নেই৷’

আইপিএল ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত৷ কিন্তু করোনাভাইরাস নামক অতিমহামারীর কারণে বিসিসিআই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়৷ তবে সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আইপিএল আয়োজন করাই বোর্ডের অগ্রাধিকার৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে