আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে বিমান হামলা
ছবি : আলজাজিরা

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে চালানো এ হামলায় তালেবান সদস্যদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, নিহত ৪৫ জনের মধ্যে আটজন বেসামরিক কিন্তু বাকি ৩৭ জনের সবাই তালেবান সদস্য কিনা, তা পরিষ্কার করেননি স্থানীয় কর্মকর্তারা।

পূর্বাঞ্চলীয় প্রদেশ হেরাতের আদ্রাসকান জেলার গভর্নর আলী আহমদ ফকির ইয়ার বলেন, বুধবার খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীগুলোর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় আফগান বাহিনীগুলোর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা তদন্ত করে দেখছে।

আদ্রাসকানের পার্শ্ববর্তী গুজারা জেলার স্থানীয় কর্মকর্তা হাবিব আমিনি হামলার ঘটনা নিশ্চিত করে ৪৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র কারি মুহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে দুটি বিমান হামলায় আট বেসামরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে