এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-চীন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে একটি চীনা কনস্যুলেট বন্ধের আদেশের পর পাল্টা জবাব হিসেবে এবার চীনে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে জিনপিং সরকার। বেইজিংয়ের মার্কিন দূতাবাসকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংগদুতে অবস্থিত কনস্যুলেট বন্ধ করার কথা জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিসিটিভির এক প্রতিবেদনে এখবর জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশের একদিন পরই এমন পদক্ষেপের কথা জানালো চীন।

universel cardiac hospital

সিসিটিভির খবরে বলা হয়েছে, চেংগদুতে অবস্থিত ওই কনস্যুলেট-এর সব কার্যক্রম দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে চীন।

এর ২২ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে টেক্সাসের ওই চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। সেসময় তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ সিদ্ধান্তকে আপত্তিজনক এবং অন্যায় বলে মন্তব্য করেন। এটিকে রাজনৈতিক উস্কানি বলে উল্লেখ করেছে চীন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে