ব্যাটারি ও জুসের মেশিন থেকে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

স্বর্ণ উদ্ধার

জেদ্দা থেকে ঢাকায় আসা বিমানযাত্রীর ব্যাগে থাকা জুস তৈরির মেশিন ও ডিজিটাল সাউন্ডবক্সের ব্যাটারির ভেতর থেকে ৩২টি স্বর্ণবার (পাঁচ কেজি ২০০ গ্রাম) উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এসব স্বর্ণবার উদ্ধার করে। এই ঘটনায় একযাত্রীকে আটক করা হয়েছে। তার নাম ইসমাইল হোসেন সরকার।

কাস্টমস জানায়, জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটে (BG-4136) স্বর্ণের একটি চালান আসছে- এমন খবরে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। বিশেষ করে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ইসমাইল হোসেনকে আটক করা হয়। তার ল্যাগেজ তল্লাশি করে দুটি জুসার মেশিন ও দুটি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারি উদ্ধার করা হয়। পরে সেগুলোতে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন পাঁচ কেজি ২০০ গ্রাম।

সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের দাম প্রায় তিন কোটি ১২ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে