ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কালনী এক্সপ্রেস ট্রেন

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নিভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ টেনে গাড়ি থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।

universel cardiac hospital

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কি’ হচ্ছে। এ কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে ঘটনার সময় যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। গাড়ি থামানো না হলে আরো বড় কিছু ঘটতে পারতো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে