রাঙ্গা আউট, জাতীয় পার্টির নতুন মহাসচিব বাবলু

জিয়া উদ্দিন আহমেদ বাবলু
ফাইল ছবি

মশিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হলো জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে।

রোববার এক সাংগঠনিক আদেশে এমন সিদ্ধান্ত নেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

universel cardiac hospital

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন।

দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ রোববার (২৬ জুলাই) থেকে কার্যকর হবে।

গত বছর ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলে চেয়ারম্যান হন জিএম কাদের। আর মহাসচিব হন মশিউর রহমান রাঙ্গা।

এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা বেগম রওশন এরশাদকে তখন দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ করা হয়।

জাপার নিয়ম অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা। রাঙ্গারও তিন বছর থাকার কথা ছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে