বুরকিনা ফাসোতে পশুর বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

বুরকিনা ফাসো

পশ্চিম আফ্রিকার স্থলবেষ্ঠিত দেশ বুরকিনা ফাসোতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলের ফাদা এন’গৌরমা এলাকায় একটি গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

universel cardiac hospital

তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পর সেনাবাহিনী ওই অঞ্চলে অভিযান পরিচালনা করছে।

গভর্নর কোলোনেল সাইডু সানো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, অজ্ঞাত বন্দুকধারীরা ফাদা এন’গৌরমা এলাকার নামৌনগু গ্রামের গবাদি পশুর বাজারে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।’

এর আগে গত মে মাসে দেশটির পূর্বাঞ্চলের কোমপিয়েঙ্গা গ্রামের গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে বন্দুকধারীরা।

বুরকিনা ফাসো সরকার দেশটির একাধিক সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। এসব সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে আল কায়েদা ও আইএস এর যোগ রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে