বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় আলাউদ্দিন আলী

মত ও পথ প্রতিবেদক

আলাউদ্দিন আলী
কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। ফাইল ছবি

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী।

সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

universel cardiac hospital

এর আগে বেলা সোয়া ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হয় চার দশকের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শিল্পীদের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল ভালোবাসা। এখানে তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

এর আগে সকাল ১১টার দিকে মরদেহ বারডেমের হিমঘর থেকে নেয়া হয় রামপুরা। এরপর বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আলাউদ্দীন আলীর আবাসস্থল খিলগাঁওয়ে। সেখানকার নূর-ই-বাগ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী রবিবার ৫টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। শনিবার ভোরে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে