যশোর কিশোর উন্নয়নকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

যশোর প্রতিনিধি

সংঘর্ষ
প্রতীকী ছবি

যশোর কিশোর উন্নয়নকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

যশোর পুলিশের ডিএসবি ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে কিশোর উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পূর্ব শত্রুতার জের ধরে পাভেল ও রবিউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোররা বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। উন্নয়নকেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় লাশ হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

universel cardiac hospital

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮)।

যশোর শিশু উন্নয়নকেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগেও কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার জেরে আজকের ঘটনা ঘটে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে