ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল।
এই সময়ে নতুন করে প্রায় ৫৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশটিতে সংক্রমিতের সংখ্যা ২৬ লাখেরও বেশি।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
করোনা শনাক্তের সংখ্যা হিসাবে বিশ্বতালিকায় ৩ নম্বরে থাকলেও গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। মোট সংক্রমণের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে দেশটি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। এ নিয়ে দেশে মোট ৫০ হাজার ৯২১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।
এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ২০ হাজার ৩৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ৭৬৬ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৯৬ জন।
চতুর্থ স্থানে থাকা কর্নাটকে কোভিডের কারণে এখনও পর্যন্ত ৩ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে ২ হাজার ৭৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
অন্ধ্রপ্রদেশ (২,৬৫০), উত্তরপ্রদেশ (২,৪৪৯) ও পশ্চিমবঙ্গে (২,৪২৮) মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে মধ্যপ্রদেশ (১,১০৫), রাজস্থান (৮৭৬), তেলঙ্গানা (৭০৩), পাঞ্জাব (৮১২), হরিয়ানা (৫৩৮), জম্মু ও কাশ্মীর (৫৪২), বিহার (৪৬১), উড়িষ্যা (৩৪৩), ঝাড়খণ্ড (২৪৪), উত্তরাখণ্ড (১৫২), ছত্তীসগঢ় (১৪১), পন্ডিচেরী (১১০) ও গোয়া (১০৪)। বাকি রাজ্যগুলোতে মৃতের সংখ্যা এখনও ১০০ পেরোয়নি।
গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ হাজার ৯৮১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট করোনা আক্রান্ত হলেন ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন।
শুরু থেকেই মহারাষ্ট্র সংক্রমণের শীর্ষে রয়েছে। রাজ্যটিতে মোট আক্রান্ত প্রায় ৬ লক্ষ ছুঁইছুঁই। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার ৫৫ জন।
সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লক্ষ ৮৯ হাজার ৮২৯ জন।
কর্নাটকে মোট আক্রান্ত হয়েছেন আজ ২ লাখ ২৬ হাজার ৯৬৬। রাজধানী দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ৫৮০ জন।
মোট আক্রান্তের নিরিখে দিল্লিকে পেছনে ফেলল উত্তরপ্রদেশ। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ৪১৮ জন। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৯৮ জন। বিহারেও মোট আক্রান্ত এক লাখ ছাড়িয়ে গেছে।
তেলঙ্গানা (৯২,২৫৫), গুজরাট (৭৮,৬৮০), আসাম (৭৬,৮৭৫), রাজস্থান (৬১,২৯৬) ও উড়িষ্যাতে (৬০,০৫০) আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
এর পর ক্রমান্বয়ে রয়েছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, কেরালা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড ও গোয়ার মতো রাজ্য। ত্রিপুরা, মণিপুর, হিমাচল প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা এখনও ১০ হাজারের অনেক কম।
পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, নতুন করে ৩ হাজার ৬৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১ লাখ ১৬ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। করোনার কবলে রাজ্যে এখনও পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪২৮ জন।
এছড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।