চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দুই দিনে ৪৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে নওগাঁ-৬ আসন থেকে সাতজন, পাবনা-৪ আসন থেকে ১১ জন, ঢাকা-৫ আসন থেকে নয়জন এবং ঢাকা-১৮ আসন থেকে ১৬ জন। পাঁচটি আসনের জন্য ফরম বিরতণ করা হলেও প্রথম দুই দিনে সিরাজগঞ্জ-১ আসন থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
সোমবার থেকে আওয়ামী লীগ এই পাঁচটি আসনে দলের মনোনয়ন ইচ্ছুকদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। আগামী ২৩ আগস্ট রোববার পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ থেকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।
সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এই পাঁচটি আসনের মধ্যে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন ইতিমধ্যে শেষ হয়েছে। করোনা সংক্রমণজনিত দ্বৈবদূরর্বিপাকের কারণে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এ দুটি আসনের উপ নির্বাচন দ্বিতীয় ৯০ দিনে হবে, যে সময়টি এখন চলমান।
সিরাজগঞ্জ-১ আসনের প্রথম ৯০ দিনের সময়কালের ৬৪ দিন ইতিমধ্যে শেষ হয়েছে। এই আসনের উপনির্বাচনও দ্বিতীয় ৯০ দিনে হবে বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে, ঢাকা-১৮ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন এখনো চলমান রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, পাঁচটি আসনের মধ্যে পাবনা-৫ ও ঢাকা-১৮ আসনের উপ নির্বাচন সেপ্টেম্বরে শেষদিকে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ বা ২৪ আগস্ট এ উনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সর্বশেষ শূন্য হওয়া নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের তফসিলও এই দুটির সাথে হতে পারে বলে জানা গেছে।