ভারতে করোনায় প্রাণহানি ৬৫ হাজার ছাড়াল, আক্রান্ত ৩৬ লাখ ৯১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনায় মৃত্যু
ছবি : সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৬৫ হাজার ২৮৮ জনের প্রাণ কাড়ল এই ভাইরাস।

এই সময়ে ৬৯ হাজার ৯২১ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জন।

universel cardiac hospital

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৮১ জন। মোট সুস্থ ২৮ লাখ ৩৯ হাজার ৮৮২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এ নিয়ে মোট ৬৫ হাজার ২৮৮ জনের মৃত্যু হলো।

এরমধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ২৪ হাজার ৫৮৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৭ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৭০২।

রাজধানী দিল্লিতে সংখ্যাটা ৪ হাজার ৪৪৪ জন। অন্ধ্রপ্রদেশ (৩,৯৬৯), উত্তরপ্রদেশ (৩,৪৮৬), পশ্চিমবঙ্গ (৩,২২৮), গুজরাট (৩,০২০) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে।

পাঞ্জাব (১,৪৫৩), মধ্যপ্রদেশ (১,৩৯৪), রাজস্থানে (১,০৫৬) মোট মৃত্যু এক হাজার ছাড়িয়েছে। এরপর তালিকায় রয়েছে তেলেঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলো।

গত একদিনে ভারতে ৬৯ হাজার ৯২১ জন নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জন।

কোভিডে আক্রান্ত তালিকাতেও শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৭ লাখ ৯২ হাজার ৫৪১ জন। তামিলনাড়ুকে পেছনে ফেলে সংক্রমণ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। রাজ্যটিতে মোট আক্রান্ত চার লাখ ৩৪ হাজার ৭৭১ জন।

তামিলনাড়ুতে মোট আক্রান্ত চার লাখ ২৮ হাজার। চতুর্থ স্থানে থাকা কর্নাটকে মোট সংক্রমিত হয়েছেন তিন লাখ ৪২ হাজার। উত্তরপ্রদেশেও মোট আক্রান্ত ২ লাখ ৩০ হাজার।

দিল্লি (১,৭৪,৭৪৮), পশ্চিমবঙ্গ (১,৬২,৭৭৮), বিহার (১,৩৬,৪৫৭) ও তেলেঙ্গানাতে (১,২৭,৬৯৭) মোট আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। আসাম ও উড়িষ্যাতে মোট আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে।

গুজরাটে মোট আক্রান্ত এখন ৯৬ হাজার ৩০০। রাজস্থানে সংখ্যাটা ৮০ হাজার ছাড়িয়েছে। কেরালা ৭৫ হাজার পার করেছে। হরিয়ানা ও মধ্যপ্রদেশে মোট আক্রান্ত ৬০ হাজারের বেশি।

পাঞ্জাবে ৫৩ হাজার, জম্ম ও কাশ্মীরে ৩৭ হাজার ও ঝাড়খণ্ডে মোট আক্রান্ত ৪১ হাজার। এরপর ক্রমান্বয়ে রয়েছে, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরা।

মণিপুর, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের মতো রাজ্যে মোট আক্রান্ত ১০ হাজারের কম।

পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা সংক্রমণ তিন হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, নতুন করে ২ হাজার ৯৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হলেন ১ লাখ ৬২ হাজার ৭৭৮ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৫২ জনের। করোনার কবলে সেখানে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২২৮ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে